Tour Schedule


NO TOUR DATE DAYS
22 22/11/2024 3 CallBack Request

Tour Details

  • Main Places: KANING SONAKHALI SUNDARBAN
  • Covering: West Bengal

লঞ্চে করে সুন্দরবন ভ্ৰমণ।

No of Days: 3

                                                                                                                                         

প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলি ক্যানিংয়ে আসার পর সকাল টাই আমরা আপনাদেরকে পিকআপ করে সঙ্গে  নিয়ে যাবো সোনাখালি জেটিঘাটে সেখানে আমাদের লঞ্চ অথবা বোট রেডি থাকবে, বোটে  উঠে প্রথমে ব্রেকফাস্ট দেওয়া হবে এবং লঞ্চ ছেড়ে দেয়া হবে                         

প্রথম দিনের ভ্রমণ:-  সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন  বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় (রাত্রি বাস)

দ্বিতীয় দিন:- সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার, সেখান থেকে পারমিশন করে সজনেখালি (ওয়াচ টাওয়ার) ঘুরে দেখে আবার বোটে ওঠা,এরপর সুধন্যখালি (ওয়াচ টাওয়ার) পীর খালি, গাজিখালি , চোরাগাজীখালি, দোবাঁকি (ওয়াচ টাওয়ার) ঘুরে আবার পাখিরালায়(রাত্রিবাস)                                                                                                                                                            

তৃতীয় দিন :- সকালে লঞ্চ ছেড়ে বঙ্গোপসাগরে মোহনা, পঞ্চমুখানী,ঝড়খালি (টাইগার রেসকিউ সেন্টার এখানে ৩০/ টাকা টিকিট মাত্র) ঘুরে হেরোভাংগা, পার্শ্বেমারী, সাইটসিন করে ব্যাক তিন দিনের ভ্রমণের সমাপ্তি

 

Product Code: 17

  • Rs 3350 + GST

 

একটি প্যাকেজের মধ্যে সন্নিবিষ্ট থাকছে যে সমস্ত কিছু যেমন-
তিনজন  থেকে জন থাকার মতো ঘর টয়লেট বাথরুম সম্মিলিত, অনুসঙ্গ গাড়ি বা জীপ সাফারি খাবারের ব্যবস্তা বেড টি , ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যায় চা, স্নাক্স ডিনার। 
প্রত্যেক জায়গায় কোম্পানির নিজস্ব খাবার ব্যাবস্তা থাকবে। 
ভ্রমন শেষে প্রত্যেকে একটি করে স্মৃতি হিসেবে ভিডিও পাবেন।
এক একটি সাইটে অবসর বিনোদনের জন্য থাকবে খেলাধূলা, গানবাজনা, কুইজ কনটেস্ট এবং ছোটদের জন্য পুরস্কারের ব্যবস্তা।
প্রত্যেকটি ভ্রমন হবে সুসংগঠিত, সন্তোষজনক এবং আকর্ষণীয়।
. আমাদের ট্যুর প্রোগ্রামটি অনন্য সুন্দর করতে সদস্যদের মতামতের পরিপেক্ষিতে ভ্রমন পরিকল্পনাটি  চুড়ান্ত হবে।  
ট্রেন এবং প্লেনে যাত্রার ক্ষেত্রে, সঠিক শুভ যাত্রার  তারিখ মাস আগে জানতে পারবেন বাস বা অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে শুভ যাত্রার তারিখ একই থাকবে। 
ট্রেন ট্যুর এবং প্লেন ট্যুর এর ক্ষেত্রে যে তারিখটি দেওয়া আছে তার চার মাস আগে টিকিট কাটা হবে এবং তখন সঠিক তারিখ জানতে পারবেন যে তারিখটি এখন দেওয়া আছে এই তারিখটি দু- চার দিন আগে পিছে হতে পারে চুড়ান্ত পরিকল্পনাটি ভ্রমনের মাস আগে সবিস্তারে জানতে পারবেন।
তিনমাস আগে কোন হোটেলে থাকবেন তার চিত্র সহ বর্ণনা পেয়ে যাবেন

আমাদের প্যাকেজের মধ্যে ধরা নেই-
লোকাল সাহট সিন করার সময় অটো, টোটো, ঘোড়ার গাড়ি ভাড়া তারপর কোন দর্শনীয় স্থান ঢোকার টিকিট, বিভিন্ন রাইডিং, এবং খেলাধূলার জন্যে নিজেদের খরচা

নিয়মাবলী
আমাদের এখানে এসোসিয়েট হতে গেলে মূল শর্ত হল মান্থলি যে কোন ট্যুর প্যাকেজে নিজেকে যুক্ত করা ধরে নেই  জানুয়ারী মাসে সে ট্যুর প্যাকেজে যুক্ত হল ট্যুর মান্থ নভেম্বর তাহলে ১১ মাস, ট্যুর প্যাকেজের যে টাকা ১০ মাসে ভাগ হয়ে যাবে এটিই হল তার মান্থলি পে।
পেমেন্ট করার পর যদি কোন এসোসিয়েট বা কাস্টোমার কোন অনিবার্য কারনে যেতে না পারে তাহলে চার মাস আগে জানালে অন্য কেউ ট্যুর প্যাকেজে উপস্থিত থাকতে পারবে অথবা পরবর্তী প্রোগ্রাম ডেটে নেওয়া যেতে পারে , একান্তই যেতে পারছে না, সমমূল্যের কোন প্রোডাক্ট দেওয়া যেতে পারে  টিকিট কাটা, হোটেল বুকিং হয়ে গেলে, প্রোগ্রাম, এসোসিয়েট অথবা কাস্টমার ক্যানসিল করলে ক্ষতি অনুযায়ী টাকা কেটে নেওয়া হবে যদি কিছু অবশিষ্ট থাকে পরবর্তী ট্যুরে বা প্রোডাক্টে এ্যাডজাস্ট করা যেতে পারে।
প্রত্যেকটি সহযোগী আমাদের কাছে   খুবই গুরুত্বপূর্ণ কোন সহযোগীর দ্বারা কোন সহযোগীর এবং প্রতিষ্ঠানের কোনরুপ ক্ষতি কারক কার্য হলে কতৃপক্ষ যে কোন কঠোর সিন্ধান্ত নিতে বাধ্য হবে।
সদস্যগন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ব্যাবসায়িক নিয়ম অনুযায়ী ন্যায় সঙ্গত যে উপার্জন করবেন সেই অর্থ মাসের তারিখ ব্যাঙ্কের মাধ্যমে অথবা যে ন্যায় সঙ্গত পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পাবেন যদি কোন কারনে তারিখ রবিবার হয় অথবা কোন সরকারি ছুটি থাকে তাহলে তারিখ পাবেন।  
এসোসিয়েট (সহযোগী) দের ক্ষেত্রে একটি বাৎসরিক ট্যুর প্রোগ্রাম নিতে হবে

 

 

Share

Similar